
নিউ দিল্লী (বিশ্বাস নিউজ)। বিহার বিধান সভা ভোটের মধ্যে স্যোশাল মিডিয়ায় একটা বাইক র্যালির ভিডিও ভাইরাল হচ্ছে। ইউজাররা দাবী করছেন যে ভিডিওটি বিহারের ভোটের ভাসপা এর র্যালির। বিশ্বাস নিউজ ভাইরাল ভিডিওটির তদন্ত করেছে। আমরা জানতে পেরেছি যে ইউপি এর ঝাঁসিতে 2016 এ বের হওয়া ভাসপা এর একটি বাইক র্যালিকে এখন কিছু লোক বিহারের বলে ভাইরাল করছে। আমাদের তদন্তে ভাইরাল পোস্ট মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
কেন ভাইরাল হচ্ছে
ফেসবুক ইউজার রাজ বাহাদূর 16 ই অক্টোবরে একটি ভিডিও আপলোড করে লিখেছেনঃ এটা র্যালি নয় রেলা, ভাসপা এর মেলা। বিহার ভাসপা বিহার নির্বাচনের জন্য প্রচুর জনসমর্থন পাচ্ছে।
#बिहारमांगेबसपा_शासन..��������बीएसपी जिंदाबाद…����’
फेसबुक पोस्ट का आर्काइव्ड वर्जन यहां देख सकते हैं।
# বিহারমাঙ্গেভাসপা_শাসন..�������� বিএসপি জিন্দাবাদ… ���� ’
আপনি এখানে ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সনটি দেখতে পারবেন।
তদন্ত
বিশ্বাস নিউজ সবার আগে ভাইরাল ভিডিও টি ভালো করে দেখেছে। ভিডিওটির লো কোয়ালিটি দেখে আমরা আন্দাজ করতে পেরেছি যে এটা অনেক পুরোনো ভিডিও। এছাড়াও পুরো ভিডিও তে কণ লোককে আমরা মাস্ক পরা দেখি নি, যেটা করোনা মহামারীর ভিতর সম্ভব নয়।
এরপর আমরা ইউটিউবে আলাদা আলাদা কিবোর্ড টাইপ করে অরিজিনাল ভিডিও খুঁজতে শুরু করি। অবশেষে আমরা 31 ডিসেম্বর 2016 এ ইউটিউব চ্যানেলে আপলোড করা আসল ভিডিওটি পেয়েছি। ললিত কুশওয়াহা এই চ্যানেলে ভিডিওটি আপলোড করার সময় লিখেছিলেন যে, ঝাঁসিতে সীতারাম কুশওয়াহা ভাসপা প্রার্থীর পক্ষে স্মরণীয় বাইক র্যালি। আপনি নীচের পুরো ভিডিও দেখতে পারেন।
তদন্তের পরবর্তী পর্যায়ে আমরা ললিত কুশওয়াহার সাথে যোগাযোগ করি। তিনি আমাদের জানিয়েছিল যে ভাইরাল ভিডিওটি আসলে ডিসেম্বর 2016 এর। তাঁর পিসেমশাই সীতারাম কুশওয়াহা ঝাঁসি বিধানসভা (২২৩) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভিডিও এর কয়েক মাস আগের। ঝাঁসিতে একটি বিএসপি জেলা পর্যায়ের সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এরই জন্য একটি বাইক র্যালি বের করা হয়েছিল। ভিডিওটি ললিত কুশওয়াহা নিজেই তৈরি করেছেন ।
এরপর আমরা ভুয়ো পোস্ট করা ইউজারের খোঁজ করি। আমরা জানতে পারি যে রাজ বাহাদূর পাটনার বাসিন্দা। ইউজার একজন ছাত্র।
निष्कर्ष: বিশ্বাস নিউজের তদন্তে বিহারে ভাসপা এর র্যালির নামে ভাইরাল পোস্ট ভুয়ো। ঝাঁসি তে 2016 এ বের হওয়া বাইক র্যালিকে কিছু লোক বিহারের বলে ভাইরাল করছে।
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.